রংপুর র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। রবিবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, রবিবার ভোরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে একটি পিকআপ তল্লশি করে ২৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলি এলাকার আব্দুল জোব্বারের পুত্র মোঃ মেহেদী হাসান (২৭) একই এলাকার মৃত আলম প্রামানিকের পুত্র মোঃ রায়হানুল হক (২৬), লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার আবু তালেবের পুত্র মোঃ সুমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের মিঠাপুকুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ