৩০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে। আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের জান মোহাম্মদ এর ছেলে মোঃ মাসুদ রানা (৩৮) ও একই উপজেলার ধোপপুকুর বাগবাড়ির নুর আলম এর ছেলে মোঃ সৈয়দুল ইসলাম (২৪)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবপুকুর (বাগবাড়ি) এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৩০ কেজি গাঁজা, ট্রাক ১টি, মোবাইল ৩টি, সিমকার্ড ৫টি, গাড়ীর কাগজ ১ সেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ও মোঃ সৈয়দুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরস্থ কাশিয়াডাঙ্গী থানাধীন কাশিয়াডাঙ্গী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র্যাবের গোয়েন্দা দল রাজশাহী মহানগরস্থ কাশিয়াডাঙ্গী থানার কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকায় পৌছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে উক্ত ঘটনাস্থলে মোঃ মাসুদ রানাকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে উক্ত আসামি লোকজনের সম্মুখে স্বীকার করে যে, তার ব্যবহৃত ট্রাকটিসহ বিক্রির জন্য আনিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ২নং আসামি মোঃ সৈয়দুল ইসলাম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) গ্রামস্থ জনৈক আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের টিমসহ ১নং ধৃত আসামি মোঃ মাসুদ রানাকে নিয়ে ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে উপস্থি’ত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ২নং আসামি মোঃ সৈয়দুল ইসলামকে ঘটনাস্থল হতে আটক করে এবং অপর একজন অজ্ঞাত আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ