ময়মনসিংহের মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রামে মালয়েশিয়া ফেরত ইব্রাহিম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। রবিবার বিকেলে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিন্নাকুড়ি গ্রামের কাছিম উদ্দিনের ছেলে আক্কেল আলী (৫০), হুইল শেখের ছেলে হোসেন আলী (৫২) ও মজিবুর রহমানের স্ত্রী মরিয়ম (৫৫) ও বৈঠামারি গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৫২)। এদের মাঝে মরিয়ম পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নয় বছর মালয়েশিয়ায় চাকরি করে ২০০৪ সালের ১২ আগস্ট দেশে ফেরেন জামালপুরের জামিরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইব্রাহিম। ব্যবসা করার জন্য আখক্ষেত কেনার পরামর্শ দেয় পাশের গ্রামের মজিবুর রহমান মজি। ঘটনার দিন ২ সেপ্টেম্বর ৮০ হাজার টাকা নিয়ে যায় মুক্তাগাছার বিন্নকুড়ি গ্রামে আসেন ইব্রাহিম। ওইদিন টাকা হাতিয়ে নেওয়ার লোভে অভিযুক্তরা ইব্রাহিমকে আটকে নির্যাতন চালায়। পরে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। এসময় ইব্রাহিমের সাথে থাকা দুই ভাইকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারতে থাকে। পরে নিহত ভাই ইব্রাহিম ও অন্যান্যদের উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওইদিন নিহতের ভাই মোতালেব মুক্তাগাছা থানায় ১৭ জনকে অভিযুক্ত করে মামলা করে। এর মাঝে অভিযুক্ত দুইজনের মৃত্যু হয়।
মামলায় ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযুক্তদের উপস্থিতিতে বরিবার এ আদেশ দেন আদালত। বাকিদের অভিযোগ আদালতে প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। আদালতে সরকারিপক্ষে আইনজীবি শেখ আবুল হাসেম ও আসামিপক্ষে শহিদুল হক শহিদ মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএম