কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে দোলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকলযোগে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। গত প্রায় ৮ বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় তার বাবাও মারা যান।
নিহত দেলোয়ার হোসেন(৪০) কালিয়াকৈর উপজেলার বিলবাড়ীয়া এলাকার মৃত সমছুল হকের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কুয়েতে ছিলেন। ২০-২৫ দিন আগে ছেলের আকিকা করতে কুয়েত থেকে দেশে আসেন তিনি। গত শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া সৌরভ গার্ডেনের সামনে পৌছালে বিপরীত দিক হতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারে চলছে শোকের মাতম। এদিকে গত প্রায় ৮ বছর আগে মহাসড়কের কোনাবাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাবা সামছুল হকও মারা যান।
স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম