১৪ মে, ২০২৩ ২০:৫০

‘মা’ দিবসে মাগুরায় ৩ রত্নগর্ভাকে সম্মাননা প্রদান

মাগুরা প্রতিনিধি

‘মা’ দিবসে মাগুরায় ৩ রত্নগর্ভাকে সম্মাননা প্রদান

মাগুরায় বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে ৩ জন রত্নগর্ভা ‘মা’কে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তিন মায়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।  

সম্মাননা প্রাপ্তরা হলেন, মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের রাহেলা খাতুন (৮০), সদর হাসপাতাল পাড়ার মোছাম্মাৎ সালেহা বেগম (৬৭), শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামের শ্রীমতি কুসুম বাড়ই (৮২)। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহাদাত হাসান মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, জেলা মহিলা বিষয়ক অদিধপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা প্রমুখ। 

পরে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ’ প্রকল্পের আওতায়,‘কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগাম’ ট্রেডের তিনমাস মেয়াদী প্রশিক্ষন কোর্সে অংশ নেয়া প্রশিক্ষানার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ৭ লাখ ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।  

প্রসঙ্গত, মোছাম্মাৎ সালেহা খাতুন (৬৭) পারিবারিক সকল সীমাবদ্ধতা অতিক্রমপূর্বক ৬ জন সন্তানকে, শ্রীমতি কুসুম বাড়ই (৮২) ৫ জন সন্তানকে ও রাহেলা খাতুন (৮০) ৭ জন সন্তানকে সুশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। স্ব-স্ব ক্ষেত্রে উভয় মা’ই সমাজে সন্তানদের জন্য অধিক পরিশ্রম করে তাদের প্রতিষ্ঠিত করেছেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর