চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের সীমান্তবর্তী মাঠ থেকে ১১ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ২টার দিকে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিম রবিবার দুপুরে অভিযান চালায়। দুপুর ২টার দিকে মুন্সিপুর সীমান্তের শূন্য লাইন সংলগ্ন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখে টহলদল তাকে ধাওয়া করে।
এসময় অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে একটি প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগে ১০ কেজি ৯৯৪ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা পাওয়া যায়।
এ ব্যাপারে নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন এবং আটককৃত রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেন।
বিডি প্রতিদিন/এএম