লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মাহাম্মদ (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর সিকদার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাম্মদ উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের দুই নম্বর ওয়ার্ডের নয়া বাড়ির নুরুল আমিনের ছেলে।
এ ঘটনায় আহত মো. ইউসুফ (৪৫) ও আব্দুল করিমকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম