১৫ মে, ২০২৩ ১৬:১০

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশুকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে প্রতিবেশী জ্যাঠা জহুরুল ইসলাম ওরফে (হলদি) (৫০)। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জহুরুল ইসলাম ওরফে (হলদি) পালিয়ে গেছেন। আদিতমারী থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
সোমবার বিকেল ৩টায় নির্যাতিত শিশুর মা আদিতমারী থানায় অভিযুক্ত জহুরুল ইসলাম ওরফে (হলদির) বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ দিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ।
 
এর আগে গত সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের ফোনে নির্যাতিত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আদিতমারী থানা পুলিশ। পলাতক জহুরুল ইসলাম ওরফে হরদি উপজেলার পলাশী ইউনিয়নের টুরুর বাজার এলাকার মৃত আজগার আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একা থাকেন  জহুরুল হক ওরফে হলদি। গতকাল ওই ভাতিজিকে ডেকে নিয়ে ধর্ষণ করে জহুরুল। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় জহুরুল।
 
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাতীয় জরুরু সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তায় আদিতমারী থানাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক নিজে গিয়ে নির্যাতিত শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শিশুটিকে উদ্ধার করে নিজ গাড়িতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় শিশুটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।
 
বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর