১৬ মে, ২০২৩ ১৫:১৮

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

টাঙ্গাইলের সখীপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে কুরআন তেলাওয়াত, হামদ-নাথ, নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, দেশাত্মবোধক ও লোকসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঝিল্লুর রহমান আনম, আনোয়ার হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।

বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, অধ্যাপক দেলুয়ার শিকদার, প্রধান শিক্ষক শাহীনা আক্তার প্রমুখ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর