১৬ মে, ২০২৩ ২১:৪০

কলাপাড়ায় বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ

পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ উপজেলার গ্রাম-গঞ্জে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে ১২৪ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

এছাড়া অনেকেই বহির বিভাগ ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দার মেঝেতে শুয়ে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ মে বুধবার থেকে ১৬ মে মঙ্গলবার দুপুর পর্যন্ত কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ১২৪ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। প্রতিদিনই ২০ থেকে ২৫ জন করে রোগী ভর্তি হচ্ছে। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে প্রচন্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।

উপজেলার নীলগঞ্জ গ্রামের মো.আক্কাস হাওলাদার বলেন, তার একমাত্র শিশু সন্তান সোমবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়। ওই রাতে স্থানীয় পর্যায় চিকিৎসা দেয়া হয়। কোন উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এ হাসপাতালে বেডের চেয়ে রোগী বেশি হওয়ার কারনে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাই হাসপাতালে আসন সংখ্যা বাড়ানো উচিত বলে তিনি জানান। 

হাসপাতলের সিনিয়র স্টাফ নার্স কল্পনা বিশ্বাস বলেন, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে পার্শ্ববর্তী আমতলী ও তালতালী উপজেলার কিছু সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছে। এ কারণে রোগীর চাপ বেশি রয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার সাংবাদিকদের জানান, অতিরিক্ত তাপদাহ, বিভিন্ন স্থানে সুপেয় পানির অভাবে ডায়রিয়ার আক্রান্তদের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া কুয়াকাটা হাসপাতাল সহ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকে এ রোগীরা চিকিৎসা নিচ্ছে। তবে হাসপাতালে স্যালাইনসহ পর্যাপ্ত পরিমাণে ঔষধ রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর