হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ কলেজ রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল ও ১০ হাজার ৮শ নগদ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হল, আজমিরীগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক নিখিল বণিকের ছেলে ইয়াবা কারবারি গৌতম বণিক, আতাউর মিয়া ও জুনাইদ মিয়া। তারা সকলেই আজমিরীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। ৮৫ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হবে। আজমিরীগঞ্জ থানা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।বিডি প্রতিদিন/এএম