ছাগলনাইয়ার মহামায়া থেকে ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহামায়া ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- জয়নগর (৫নং ওয়ার্ড) গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী হাছিনা আক্তার (৪২) ও ছেলে মো. সৈকত (২৩)।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ৬১ পিস ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।বিডিপ্রতিদিন/কবিরুল