১৮ মে, ২০২৩ ১৩:১২

ছোটমনি নিবাসে থাকবে সেই পাগলির জমজ শিশু কন্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ছোটমনি নিবাসে থাকবে সেই পাগলির জমজ শিশু কন্যা

ছোটমনি নিবাসে থাকবে সেই পাগলির জমজ শিশু কন্যা

বিশ্ব মা দিবসে ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন (পাগলি) সুফিয়ার গর্ভে জন্ম নেওয়া সেই পিতৃপরিচয়হীন যমজ কন্যাদেরকে ঢাকার আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।

বুধবার বেলা পৌনে দুইটার দিকে তাদেরকে  অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, ১৪ মে বিশ্ব মা দিবসে পাঁচ মিনিটের ব্যবধানে শিশু দুটির জন্ম হয়। ওই দিন সকাল ৮টা ২০টায় ১৫০০ গ্রামের একটি কন্যা জন্ম দেন সুফিয়া। এরপর ৮টা ২৫ মিনিটে ১৮০০ গ্রামের আরেকটি কন্যার জন্ম দেন তিনি। গর্ভে শিশু দুটির বয়স ছিল মাত্র ৩৩ সপ্তাহ। ফলে জন্মের সময় তাদের ওজন উল্লেখযোগ্যভাবে কম হয়।

শিশু দুটি জন্মগতভাবে দুর্বল ও  পুষ্টিহীন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জন্মের কিছুক্ষণ পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক  চিকিৎসা দেওয়ার পর ওইদিনই তাদেরকে পুনরায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ফুলপুর হাসপাতালে পৌঁছার পর থেকে মানসিক ভারসাম্যহীন (পাগলি) সুফিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

জানা গেছে, সুফিয়া শিশুদের রেখে এদিক সেদিক চলে যেতেন। তাদের প্রতি উদাসীন থাকতেন। মা হিসেবে শিশুদের দুধপান করানোসহ কাঙ্ক্ষিত সেবাদান করতেন না। এ নিয়ে  হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল। দুঃখজনক হলেও সত্য যে, ময়মনসিংহ থেকে ফুলপুর আসার পর পাগলি সেই মা অদ্যাবধি নিখোঁজ। আর ফেরেননি। পরে হাসপাতালের নার্সদের তত্ত্বাবধানে প্রায় তিনদিন রাখার পর বুধবার সকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বোর্ড তাদেরকে ঢাকার আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন- উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সদস্য সচিব উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সদস্য ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, প্রবেশন অফিসার ময়মনসিংহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, এনজিও প্রতিনিধি প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুরুল হক, নার্স উম্মে সালমা, হাসপাতালের অফিস সহায়ক আজহারুল ইসলাম, তাকওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি তপু রায়হান প্রমুখ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর