ভালুকায় মিথ্যা মামলা হতে অব্যাহতি পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন আসাদুল হক নামের এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৮ মে) সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাঠালী বড়চালা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আসদুল হক লিখিত বক্তব্যে জানান, গত ১১ মে কাঠালী বড়চালা এলাকার ভারাটিয়া শাওন ইসলাম রকির দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।
সাংবাদিক সম্মেলনে আসাদুল হক আরও জানান, শাওন ইসলাম রকি বাদী হয়ে এর আগেও আসাদুলের নামে ভালুকা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন। এসব মামলার ঘটনার সাথে তিনি জড়িত নন। একটি স্বার্থান্নেসী কুচক্রি মহলের প্ররোচনায় ও ছত্রছায়ায় শাওন ইসলাম রকি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারকে আর্থিক ক্ষতিসহ হয়রানি করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ