১৮ মে, ২০২৩ ২১:৩০

জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালী সুধারামে কৃষক বাসুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত আনোয়ার হোসেন নামে মূলহোতাকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন থেকে নুর আলম বাসু ও তার পরিবারকে দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ আনোয়ার গং-রা মারধর ও হয়রানি করে আসছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এরই জের ধরে এবং অন্য একটি মামলার স্বাক্ষী হওয়ার জের ধরে ১২ মে ঘটনার দিন একই কায়দায় বসতবাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে। 

সুধারাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর