২০ মে, ২০২৩ ১৫:৩২

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি চোখের ছানি অপারেশন ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি চোখের ছানি অপারেশন ক্যাম্প

দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ব্যবস্থাপনায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ভিশন সেন্টারে দিনব্যাপী গরীব চক্ষু রোগীদের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় আন্ধেরী হিলফি বন্ জার্মানীর অর্থায়নে সেতাবগঞ্জ ঝাড়বাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন আই ভিশন সেন্টারে প্রায় সহস্রাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে ১২০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ছানি অপারেশন রোগীদের বিনামূল্যে ল্যান্স স্থাপন, ঔষধ ও থাকা খাওয়ার ব্যবস্থা করবে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল।

এসময় গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো. মেহেরুল ইসলাম, সেতাবগঞ্জ আই ভিশন সেন্টারের পরিচালক ফয়জুল আলম চৌধুরী বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর