চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৪’শ গ্রাম হেরোইন রাখার দায়ে মো. মিজানুর রহমান (২৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান হচ্ছেন জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মজিদের ছেলে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুলাই রাত প্রায় সোয়া ৯টায় নাচোল উপজেলার ধানসুরা মোড় এলাকার জনৈক মমিনুল ইসলাম বাবুর পেট্রোল পাম্পের সামনে সিপিএসসি র্যাব-৫ রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে বিভিন্ন পলিব্যাগে রক্ষিত ১ কেজি ৪’শ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করে। এ ঘটনায় র্যাব-৫ এর এসআই শ্রী নিবাস মিস্ত্রী রায়হান বাদী হয়ে পরেরদিন ১৩ জুলাই নাচোল থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই শ্রী লালন কুমার দাস একই সালের ১৪ জুলাই একমাত্র মিজানুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে সাক্ষ্য প্রমাণাদী শেষে আজ সোমবার দুপুরে আদালতের বিচারক মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।
বিডি প্রতিদিন/এএম