২২ মে, ২০২৩ ১৬:১৬

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের অফিস থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ অনলাইনে সেবা গ্রহন করে নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে ভুমি মালিকদের সেবা প্রদান করা হচ্ছে।  

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর