ময়মনসিংহের ভালুকায় পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ ও সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস-চেয়ারম্যান ড. শেলিনা রশিদ।
অন্যান্যদের উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন, ভালুকা সদর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, বিরুনিয়া ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মোস্তফা কামাল সিব্বির।
এসময় স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, ভূমি বিষয়ক অধিকাংশ কাজ মানেই দালালের দৌরাত্ম্য। দিনের পর দিন হয়রানি। কর্মচারীদের অবজ্ঞার পাশাপাশি বাড়তি খরচ, টেবিল থেকে টেবিলে ঘোরাঘুরি। এসব কোনো কিছু ছাড়াই হয়রানি বিহীন ভূমি সেবা পেয়েছি।
বিডি প্রতিদিন/এমআই