প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনের পরিচালনায় উপজেলা শহরের ঝুমুর সিনেমা সড়ক থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে শ্রীনগর চকবাজার এসে শেষ হয় এবং এ সময় প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, নাজমুল তালুকদার, জুয়েল লস্কর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাওন খান, সাবেক সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স, শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহেল সাহরিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এএ