নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলা পরিষদ মাঠে সেবা সপ্তাহের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
হয়রানি বন্ধে স্মার্ট বাংলাদেশের লক্ষে অনলাইনে জনসাধারণকে সেবা পেতে আগ্রহী করতে জনসচেতনতামূলক এই কর্মসূচীর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিকে সেবাগ্রহীতারাও এমন উদ্যোগে খুশি। উদ্বোধনী দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের আলোচনায় বক্তব্য রাকেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ অনেকেই।
এসময় স্মার্ট ভূমি সেবায় সরকারের নেয়া উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এ ছাড়াও ডিজিটাল ভূমি সেবা বিষয়ক বেশকটি ভিডিও প্রদর্শন করা হয়। এসময় ভূমির মিউটেশন দলিল তুলে দেযা হয় গ্রহীতাদের কাছে। ভূমি সেবা নিয়ে সদর কার্যালয়ে মেলা চলবে আগামী ৬ দিন। এতে করে বিভিন্ন জমির মালিক খাজনাসহ নিজেদের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। জানাতে পারবে অন্যদেরকেও। জেলা সদরে ২০২২/২৩ অর্থবছরে ১২ শত মিউটেশন ও ১৬ লক্ষ ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে বলে জানান সহাকারী ভূমি কমিশনার (সদর) আকলিমা আক্তার।
বিডি প্রতিদিন/এএম