২২ মে, ২০২৩ ১৮:০৭
ক্ষুদ্ধ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

বাগেরহাটে উপজেলা ও পৌর বিএনপির ৪ আহ্বায়ক কমিটি বাতিল দাবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে উপজেলা ও পৌর বিএনপির ৪ আহ্বায়ক কমিটি বাতিল দাবি

সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিএনপির তিনটি উপজেলা ও একটি পৌরসভার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে ক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার এই চারটি আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সাংগঠনিক কমিটি গঠনের জন্য দাবি জানানো হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পাওয়ার আগে প্রায় ২১ বছর রাজনীতির বাইরে ছিলেন। সাড়ে ৩ বছর আগে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়ে উপজেলা ও পৌরসভার ১২টি সাংগঠনিক কমিটি ভেঙে দেন। বারবার তাগাদা দিলেও তিনি উপজেলা ও পৌরসভা কমিটিগুলো গঠন না করে জেলাব্যাপী দলকে সাংগঠনিকভাবে দুর্বল করেছেন।

এই অবস্থায় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম আহ্বায়ক কমিটির কোনো সভা না করে অসাংগঠনিকভাবে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার আহ্বায়ক গঠন করেছেন। এতে করে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ চারটি কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সাংগঠনিক কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর