২২ মে, ২০২৩ ১৮:০৮

বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২২ থেকে ২৮ মে এই সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

 এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়, র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি কমিশনার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমু ক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, উপজেলা কানুনগো শাহাদত হোসেন, সাতৈর ইউনিয়ন উপ-সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা ফরিদ হোসেন প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর