২২ মে, ২০২৩ ২০:০৪

রাঙামাটিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে স্মার্ট ভূমি সেবা কার্যক্রম। আজ বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক চত্বরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন রাঙামাটি স্থানীয় সরকারের উপ পরিচালক  মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় রাঙামাটির অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, সিনিয়ন সহকারী কমিশনার মো. ইনামুল হাছান ও এবিএম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শুরু হওয়া সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি কার্যক্রমের জন্য রাঙামাটি জেলা প্রশাসন চত্বরে অস্থায়ী ভূমি সেবা কর্নার করা হয়। এতে রাঙামাটিবাসীর মধ্যে যাদের ভূমি জটিলতা আছে। তাদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। একই সাথে স্মার্ট ফোনে ডিজিটাল সফটওয়ারের মাধ্যমে কিভাবে ভূমি সেবা নিতে হয়। সে বিষয়েও সাধারণ মানুষকে ধারণা দেওয়া হচ্ছে। ভূমি সেবা কর্ণার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর