বগুড়ায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির অপরাধে মুঞ্জুর হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। দণ্ডিত মুঞ্জুর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগের আব্দুল মান্নানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, ২০১৬ সালের ১৪ মার্চ মুঞ্জুর হোসেনকে কাহালু উপজেলার ডিপুইল মধ্যপাড়া থেকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এর প্রায় ৭ বছর পর সোমবার আদালত কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়ার ঘোষণা করেন বিচারক ।
বিডি প্রতিদিন/নাজমুল