পটুয়াখালীর দুমকিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিজান শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজান শিকদার উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কাদের সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি মিজান শিকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, একটি সাজাপ্রাপ্ত ও অন্য একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই