বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলার রাজাহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি শরিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা উন্নয়ন কর্পোরেশনের শাখা প্রধান ও সুইডেন দূতাবাসের প্রতিনিধি মারিয়া স্ট্রিডসম্যান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগম, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক প্রতিমা রায় চৌধুরী, উপকারভোগী চাঁদনী বেগম, লুৎফা বেগম ও কনা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই