২২ মে, ২০২৩ ২১:১৫

নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ। নাটোরের রাজবাড়িতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ উপলক্ষে সোমবার নাটোর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ নুর মাসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা বলেন, এখন ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং ভূমি সেবা বিস্তৃত করার লক্ষ্যে একজন ভূমির মালিক ঘরে বসেই ভূমির নামজারী, খাজনা পরিশোধ, খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, ২০২৬ সাল নাগাদ ভূমি ব্যবস্থাপনায় ই-সেবার মাধ্যমে সকল কার্যক্রম চালু করাসহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তখন কোনো নাগরিকের ভূমি বা সীমানা নিয়ে কোনো বিরোধ থাকবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর