প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা আওয়ামী লীগ।
আজ সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ শহরের নোমানী ময়দান থেকে বিক্ষোভ শুরু করে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে আছাদুজ্জামান মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় দাউদ জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সাইফুজ্জামান শিখর এমপি।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি আবু নাসের বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বিডি প্রতিদিন/নাজমুল