সিরাজগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্র রতনকান্দির সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও গজারিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হোসেন আলী নামে সিয়ামের প্রতিবেশী চাচা মেশিনের মাধ্যমে ধান মাড়াইয়ের কাজ করে। কাজ শেষে সিয়াম মেশিনের তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।বিডি প্রতিদিন/এএম