বাগেরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় মাদক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যুগ্ম সচিব মো. ফাহিমুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বক্তব্য রাখেন।এই প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত ৪০ জন কর্মকর্তা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই