ময়মনসিংহের ফুলপুরে বৈধ পথে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ১০ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের পরিবারের সদস্যদের নিকট ওই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এসব সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এসময় প্রবাসীদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করলে নানাবিধ সমস্যা তুলে ধরেন তারা। পরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা প্রদান করায় রেমিট্যান্স যোদ্ধা পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুমন সরকার, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাজহারুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, রেমিট্যান্স যোদ্ধা পরিবারের সদস্য সুবল চন্দ্র পাল, নাজনীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ