বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না, তা বারবার প্রমাণ হয়েছে। এ জন্য গণঅভ্যুত্থান ঘটাতে হবে। সরকারের পতন ছাড়া কোন পথ নেই। সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাদের বাধ্য করতে হবে।’
শুক্রবার বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিংসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সহসাংগাঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ , সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন।
বিডি প্রতিদিন/নাজমুল