নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক অজ্ঞাত নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশে একটি গাছের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালের দিকে অজ্ঞাত নারীর গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের অনেকেই বলছেন প্রায়শই ওই নারীকে গাছের নিচে বসে থাকতে দেখা যেত। আবার কেউ কেউ বলছেন পাগল প্রকৃতির ছিলেন ওই নারী। তবে কেউই পরিচয় সম্পকে কিছু জানে না।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, মৃতের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত