বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাঁধন মিয়া (১৩) নামের স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন মিয়া একই ইউনিয়নের শেরুয়া গ্রামের নয়ন আহমেদের ছেলে। সে স্থানীয় কেজি স্কুলের নবম শ্রেণীতে পড়ত।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, বাঁধন মিয়া শেরুয়া বাজারে একটি কোচিং সেন্টারে পড়া শেষে বাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে শেরুয়া বটতলা বাজার নামক স্থানে মহাসড়ক পারাপারকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যায় বাঁধন। পরে তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম