পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরুজ্জামান মনিকে পরিকল্পিত হত্যা করার অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে স্কুল মাঠে মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরুজ্জামান মনির ৬টি পরীক্ষা দেওয়ার পর থেকে অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা যায় একটি চক্র তাকে বাগেরহাটে ডেকে নিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়েছে।
বক্তারা মনির হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৮ মে বাগেরহাটের মোরলগঞ্জের একটি বাড়ি থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই