আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি) বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নিজের ব্যক্তি চাওয়ার চেয়ে দল আর দলের প্রতিক নৌকা বড়। তাই দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই দলীয় মনোনয়ন দিবেন নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মঙ্গলবার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরো বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষুধার্ত হায়েনার মতো ওঁৎ পেতে রয়েছে, আমাদের ভুল সিদ্ধান্তে নৌকার পরাজয় ঘটলে সেই হায়েনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর ঝাঁপিয়ে পড়বে, তৈরি হবে ২৫শে মার্চের মতো আরো একটি কালরাত্রি। শুধু তাই নয়, বিশ্বাসঘাতক খুনি মোস্তাকরা এখনো আওয়ামী লীগের মধ্যে বিরাজমান, সুযোগ পেলেই নৌকার পরাজয় নিশ্চিত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এসব বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মাফলের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মম আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল