ময়মনসিংহের তারাকান্দায় নির্বাচনী সহিংসতার ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ২ জুন সকাল ৬টা থেকে ৫ জুন সকাল ৬টা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ উপজেলা সদরে নির্বাচনী মাইকিং, প্রচার-প্রচারণা বন্ধ থাকবে বলে জানান ইউএনও।
জানা যায়, ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ জুন রাত ৮টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হকের কর্মী সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতা, গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। এতে নির্বাচনী এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল।
পরে যে কোন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকায় তারাকান্দা থানার ওসি আবুল খায়েরের আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এ ঘোষণা দেন।বিডি প্রতিদিন/এএ