২ জুন, ২০২৩ ১৯:১৬

নরসিংদীতে জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জাতীয় পার্টির পাল্টাপাল্টি  সমাবেশ

নরসিংদীতে জাতীয় পার্টির (জাপা) দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই গ্রুপের সমর্থরা পাল্টাপাল্টি  সমাবেশের ডাক দিয়েছে। দুই পক্ষের সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নরসিংদী জাতীয় পার্টির অঙ্গন। এক পক্ষ অপর পক্ষকে থামাতে পেশিশক্তিসহ নানা কৌশল অবলম্বন করছে। শহর জুড়ে জাতীয় পার্টির দুই পক্ষের সমর্থকরা ব্যানার ফেসটুনসহ মহাসড়কে বেশ কয়েকটি তোড়ন নির্মাণ করেছে। তবে জিএম কাদেরের জাতীয় পার্টির সমর্থকরা রওশন এরশাদ গ্রুপের সমর্থকদের তোড়ন ভেঙ্গে দিয়েছে। অবশেষে রওশন এরশাদ গ্রুপের পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ পন্ড হয়ে যায়।  

সম্প্রতি নরসিংদী বিএনপির রাজনীতিতে জোড়া হত্যাকাণ্ড ও শিবপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খানকে গুলি করার পর রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ জাতীয় পার্টির দুটি পক্ষ মুখোমুখি হওয়ায় জেলার ৩টি দলের রাজনীতিক অঙ্গন উত্তেজনা বিরাজ করছে। 

জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন ধরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন গ্রুপটি সক্রিয়  রয়েছে। জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে জেলার প্রায় সকল নেতাকর্মীই এই গ্রুপের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে শনিবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সম্মেলনের ডাক দেয় জেলা জাতিয় পার্টি। সম্মেলনে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ জাপার উর্ধতন নেতাকর্মী আগমনের কথা রয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় জাপার অপর পক্ষ রওশন এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙার অনুসারী নাজমুল সিকদার শুক্রবার বিকেল ৩টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে কর্মী সম্মেলনের ডাক দেয়। সেখানে কেন্দ্রীয় জাপার অপর পক্ষ জাপা মহাসচিব মশিউর রহমান রাঙাসহ উর্ধতন নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা ছিল। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষকে প্রতিহত করতে নানা তৎপরতা চালায়। সর্বশেষ জাপা চেয়ারম্যান জিএম কাদের পার্টির নরসিংদী জেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব ওমর ফারুকের চাপের মুখে রওশন এরশাদ গ্রুপের অনুসারী নাজমুল শিকদারের ডাকা পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলন পণ্ড হয়ে যায়। 

জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে এরশাদের জাতীয় পার্টির হাল ধরেছেন জিএম কাদের। তার নেতৃত্বেই জাতীয় পার্টির কার্যক্রম চলছে। হঠাৎ রওশন এরশাদ গ্রুপের অনুসারী নাজমুল শিকদার নরসিংদীতে কর্মী সম্মেলনের ডাক দেয়। যা বিধি বর্হিভূত। কারণ রওশন এরশাদের দলটি বাংলাদেশে নিবন্ধিত নয়। তাই তারা জাতীয় পার্টির নাম ব্যাবহার করতে পারেনা তাই আমরা তাদের প্রতিহত করে তাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি।

নরসিংদী জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ওমর ফারুক বলেন, নরসিংদীতে জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। জেলাতে বিশৃংখলা সৃষ্টি করতে নাজমুল জাতীয় পার্টির আরেকটি পক্ষ দাঁড় করিয়ে হানাহানির অপচেষ্টা  চালাচ্ছে।  
কর্মী সম্মেলন বিষয়ে কথা বলতে রওশন এরশাদ গ্রুপের অনুসারী নরসিংদী জেলা শাখার আহবায়ক নাজমুল শিকদারকে ফোন দিলেও তিনি তা রিসিব করেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর