নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।
আজ সকালে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এবং বিজ্ঞান মেলার এর উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মেলায় জেলার ৯টি উপজেলার ৯ টি স্টল অংশগ্রহণ করছে। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন