৩ জুন, ২০২৩ ২২:৪৭

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হকের কর্মক্ষেত্রে যৌন হয়রানিমূলক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায়, বরগুনায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বরগুনা জেলা শাখার সভাপতি নাজমা বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সংগঠনের সহ সভাপতি নিগাত সুলতানা, অর্থ সম্পাদক আরতী রায়, আন্দোলন বিষয়ক সম্পাদক হোসনেয়ারা চম্পা, বরগুনা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সংগঠনটির সিনিয়র সদস্য ডা. আজমিরী বেগম, সদস্য‌ পূজা হাওলাদার প্রমুখ।
 
বিডি প্রতিনিধি/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর