৪ জুন, ২০২৩ ১৮:২৫

নবীনগরে বজ্রপাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নবীনগরে বজ্রপাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে শ্রাবণ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ফুটবল খেলার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শ্রাবণ বিদ্যাকুট দক্ষিণ পাড়া মোঃ সোহরাব মিয়ার ছেলে। 

নবীনগর থানার উপ-পরিদর্শক এসআই আক্কাস আলী বলেন,  শ্রাবণ দুপুরে বাড়ি থেকে বের হয়ে চুল কাটতে বিদ্যাকুট বাজারে যায়। চুল কাটা শেষ হলে সে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে যাওয়ার পথে বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে তার উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত পরিবারের লোককজন বিনা ময়নাতদন্তের জন্য আবদেন করেছেন। মরদেহটি দেয়ার জন্য প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর