‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।
আলোচনা সভা শেষে কালেক্টরেট মাঠে একটি তাল গাছের চারা লাগিয়ে এ চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ সময় জেলার চার উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২২শ’ তালের চারা লাগানো হবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জানান।
বিডি প্রতিদিন/কালাম