৬ জুন, ২০২৩ ১৯:৪৮

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল রাজ্জাক নওগাঁর রাণীনগরের মধ্যরাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আব্দুল রাজ্জাক একজন মাদুর ব্যবসায়ী। কুষ্টিয়ায় মাদুর বিক্রি করে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন। রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টোপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় আদমদীঘির সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর এলাকায় রেলওয়ে ব্রীজ সংস্কারের কাজ চলার জন্য চালক ট্রেনের গতি কমালে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর