৬ জুন, ২০২৩ ২০:১৫

ফুলপুরে কৃষি মেলা উদ্বোধন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে কৃষি মেলা উদ্বোধন

ময়মনসিংহের ফুলপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় ১৬টি স্টল বসে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, সাদিয়া তাসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উদ্বোধনশেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৭০ জন কৃষক অংশ নেন। কৃষিমেলার বিভিন্ন স্টলে ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর