হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে নুবা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লুবা আক্তার মাধবপাশা গ্রামের সালমান মিয়ার মেয়ে।
জানা যায়, দুপুরে বাড়ির উঠোনে খেলা করছিলো নুবা আক্তার। এ সময় বাড়ির অন্যান্য লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে সকলের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় নুবা। কিছুক্ষণ পর নুবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু তার পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে নুবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুবাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম