৭ জুন, ২০২৩ ১৭:১২

কমলগঞ্জে বিনামূল্যে সর্বাধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি চিকিৎসা সেবার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জে বিনামূল্যে সর্বাধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি চিকিৎসা সেবার উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে সর্বাধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌর কার্যালয়ে দুইদিন ব্যাপী এই ফিজিওথেরাপি চিকিৎসা সেবার উদ্বোধন করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের সহযোগিতায় বিনামূল্যে সর্বাধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফিজিওথেরাপিস্ট ডা. সঞ্জীব মীতৈর তত্ত্বাবধানে পৌর এলাকার প্রায় অর্ধশত রোগীকে সেবা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সহকারী ফিজিওথেরাপিস্ট মো. জাকির হোসেন, যুবলীগ নেতা শ্যামল পাল চৌধুরী প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর