গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা পৌর শহর ও আশেপাশের এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্টেশন চত্ত্বরের বাঁশহাটিতে হাতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুইটি গ্রুপ মারামারির প্রস্তুতি নেয়। এ সময় উভয় গ্রুপের ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ওই ১৬ সদস্যকে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। ওই কিশোরদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন