লালমনিরহাটে বিভিন্ন জায়গায় দু দফা ঝড়ে প্রায় ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘর-চালা। গাছপালা ভেঙে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ এর খুটিসহ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকাগুলো। গরু-ছাগল, হাস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১১ টার পর থেকে জেলার উপর দিয়ে দুই দফায় বয়ে যাওয়া ঝড়ে আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার গাছপালা ভেঙে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু, ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে।
বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙে পড়ায় ব্যাহত ছিলো সড়ক যোগাযোগ। ছোট গাছপালা ভেঙে পড়ায় এখনো চলাচল বিঘ্নিত হচ্ছে বিভিন্ন এলাকায়।
জেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট উপজেলা গুলোকে জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে।
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন