আগামী ১৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান জানান, এবার মাগুরাতে ১ লাখ ১৮ হাজার ১১৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
এ সময় আরো জানানো হয়, জেলার ৪ উপজেলায় ৯৪২টি কেন্দ্রে ২৫৯ জন কর্মী ও ১ হাজার ৮৮৯ জন স্বোচ্ছাসেবক ও ১১৮ জন সুপারভাইজার ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬৪২ জন শিশুকে নীল ভিটামিন ১ থেকে ৫ বছর বয়সী ১০ হাজার ৫৪৭২ জন শিশুর লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডাক্তার দেবপ্রিয়া সরকার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
বিডি প্রতিদিন/এএ